ভারতে পুরুষদের তুলনায় মহিলাদের বেকারত্ব ঊর্ধ্বমুখী, কেন্দ্রের রিপোর্টে উদ্বেগ

September 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৪: ভারতে সামগ্রিক বেকারত্বের হার (Unemployment rate) সামান্য কমলেও দেশের শ্রমবাজারে মহিলাদের অংশগ্রহণ ক্রমশ কমছে। কেন্দ্রের পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের ‘পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে’ (PLFS)-র সাম্প্রতিক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, জুলাই মাসে দেশজুড়ে বেকারত্বের হার ছিল ৫.২ শতাংশ, যা অগাস্টে সামান্য কমে ৫.১ শতাংশে নেমেছে। গত পাঁচ মাসের মধ্যে এটি সর্বনিম্ন। তবে মহিলাদের (Women) বেকারত্বের হার ঊর্ধ্বমুখী এবং এটি শহর ও গ্রাম-উভয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে।

আগস্টে শহরাঞ্চলের ১৫-২৯ বছর বয়সী মহিলাদের বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ২৫.৭ শতাংশে, যা একই বয়সের পুরুষদের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি। শহরের তরুণ পুরুষদের বেকারত্বের হার আগস্টে ১৫.৬ শতাংশ। গ্রামীণ ভারতে একই বয়সী পুরুষদের (Men) বেকারত্ব ১২.৬ শতাংশ হলেও মহিলাদের ক্ষেত্রে বেড়ে ১৪.৩ শতাংশে পৌঁছেছে।

রিপোর্টে উঠে এসেছে, সামগ্রিক বেকারত্ব কমলেও তরুণ মহিলাদের কর্মসংস্থানের (Employment) সুযোগ আরও সীমিত হয়ে আসছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই বৈষম্য অব্যাহত থাকলে মহিলাদের অর্থনৈতিক অংশগ্রহণ আরও পিছিয়ে যেতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen