ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনলেন ডেমোক্র্যাটরা

মার্কিন কংগ্রেসে বিদায়ী প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব আনলেন ডেমোক্র্যাটরা।

January 12, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আগেই ইঙ্গিত দিয়েছিলেন হাউস অব রিপ্রেজেন্টিটিভের স্পিকার ন্যান্সি পেলোসি (Nancy Pelosi)। এবার সেই অভিমতের সঙ্গে সহমত প্রকাশ করেছেন হাউসের ডেমোক্র্যাট (Democrat) প্রতিনিধিরা। ফলে মার্কিন কংগ্রেসে বিদায়ী প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব আনলেন ডেমোক্র্যাটরা। মার্কিন সংবিধানের ২৫ নম্বর ধারায় ইমপিচমেন্ট আনা হবে। আইন অনুযায়ী মন্ত্রিসভার বড় অংশের সমর্থন নিয়ে দেশের প্রেসিডেন্টকে গদিচ্যুত করতে পারেন ভাইস প্রেসিডেন্ট। সেই কারণে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকেও ইমপিচমেন্টের প্রস্তাব আনতে চরমসীমা দেন তিনি। তবে, ইমপিচমেন্ট আনার উদ্যোগের সমালোচনা করেছেন ট্রাম্পের (Donald Trump) দল তথা রিপাবলিকান সেনেটর মার্কো রুবিও। ফক্স নিউজকে তিনি বলেছেন, এই পরিস্থিতিতে ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর মাধ্যমে জো বাইডেন ও ডেমোক্র্যাটরা হাসির খোরাক হয়ে উঠছেন। কেননা ট্রাম্পের হোয়াইট হাউস ছাড়তে বাকি রয়েছে মাত্র ন’দিন। শেষমেশ ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটরা ইমপিচমেন্ট আনতে সক্ষম হওয়ায়, মার্কিন প্রেসিডেন্টের ইতিহাসে তিনিই প্রথম, যাঁর বিরুদ্ধে দু’বার ইমপিচমেন্টের প্রস্তাব আনা হল। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen