US OPEN 2025: সেমিফাইনালে ইউকি ভামব্রি-ভেনাস জুটি

নিউইয়র্কের ফ্লাশিং মেডোজে অনুষ্ঠিত পুরুষদের ডাবলস কোয়ার্টার ফাইনালে ভামব্রি ও ভেনাস সেমিফাইনালে জায়গা করে নিলেন।

September 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২৭: ইউএস ওপেন ২০২৫-এ ঐতিহাসিক মুহূর্ত তৈরি করলেন ভারতের ইউকি ভামব্রি। বৃহস্পতিবার (ভারতীয় সময়) নিউইয়র্কের ফ্লাশিং মেডোজে অনুষ্ঠিত পুরুষদের ডাবলস কোয়ার্টার ফাইনালে ভামব্রি ও তার নিউজিল্যান্ডের সঙ্গী মাইকেল ভেনাস দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালে জায়গা করে নিলেন। কোর্ট ১৭-এ অনুষ্ঠিত ম্যাচে তারা ১১তম বাছাই জুটি আমেরিকার রাজীব রাম ও ক্রোয়েশিয়ার নিকোলা মেকটিচকে ৬-৩, ৭-৬, ৬-৩ সেটে হারিয়ে দেন।

এই জয়ের ফলে ভামব্রি তার ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন। বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে পুরুষদের ডাবলসে ভারতের সেরা খেলোয়াড় তিনি, অবস্থান ৩২ নম্বরে। গত বছর ইউএস ওপেনে ভামব্রি ফরাসি খেলোয়াড় আলবানো অলিভেত্তির সঙ্গে জুটি বেঁধে প্রি-কোয়ার্টার ফাইনালে অবধি গিয়েছিলেন।

কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ভামব্রি-ভেনাস জুটি অসাধারণ ছন্দে খেলেন। প্রি-কোয়ার্টারে তারা মাত্র এক ঘণ্টা ২৫ মিনিটে কলম্বিয়ার গনজালো এসকোবার এবং মেক্সিকোর মিগুয়েল অ্যাঞ্জেল রেয়েস-ভারেলার জুটিকে ৬-১, ৭-৫ সেটে হারান। অপরদিকে, রাজীব রাম ও নিকোলা মেকটিচ তিন ঘণ্টার ম্যারাথন লড়াইয়ে ব্রাজিলের ফার্নান্দো রোম্বোলি এবং ব্রিটেনের জন-প্যাট্রিক স্মিথকে ৬-৭(৭), ৭-৫, ৭-৫ সেটে হারিয়ে কোয়ার্টারে পৌঁছান।

ভারতীয় টেনিসের অন্যদের জন্য তবে ইউএস ওপেনটি তেমন সুখকর হয়নি। রোহন বোপন্না এবং তার সঙ্গী মোনাকোর রোমেন আর্নেওদো প্রথম রাউন্ডেই বিদায় নেন। একইভাবে, অর্জুন কাধে-ডিয়েগো হিডালগো এবং অনিরুদ্ধ চন্দ্রশেখর-ভিজয় সুন্দর প্রসন্নরাও প্রথম রাউন্ডে হেরে বিদায় নেন।

ভামব্রি-ভেনাস জুটি এখন সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রিটিশ জুটি নিল স্কুপস্কি ও জো সালিসবারির সঙ্গে। শুক্রবারের এই ম্যাচটি ভামব্রির ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। ভারতের টেনিসপ্রেমীরা আশা করছেন, তিনি দেশের জন্য নতুন ইতিহাস গড়বেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen