মোদিকে গণতন্ত্রের পাঠ পড়ালেন বাইডেন
সোমবার বাইডেনের সঙ্গে আঞ্চলিক ক্ষেত্র সহ নানা বিষয়ে মতামত বিনিময় করেন প্রধানমন্ত্রী। বাইডেনের শপথগ্রহণের পর এই প্রথম তাঁদের কথা হল।
February 9, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

আন্তর্জাতিক আইন মেনে শাসন পরিচালনা করবেন। এই নিয়ে সহমত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।
সোমবার বাইডেনের সঙ্গে আঞ্চলিক ক্ষেত্র সহ নানা বিষয়ে মতামত বিনিময় করেন প্রধানমন্ত্রী। বাইডেনের শপথগ্রহণের পর এই প্রথম তাঁদের কথা হল।
এই নিয়ে প্রধানমন্ত্রীর ট্যুইট, ‘প্রেসিডেন্ট বাইডেন এবং আমি আন্তর্জাতিক আইন মেনে প্রশাসন চালানোর ব্যাপারে প্রতিশ্রুত হয়েছি। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি এবং নিরাপত্তার লক্ষ্যে আমরা কাজ করব।’