এটিএম ব্যবহারে সংক্রমণ এড়াতে কী করবেন, কী করবেন না

এটিএম বা অটোমেটেড টেলার মেশিন থেকে মূলত নগদ তুলতে এটিএম বুথে রোজই সাধারণ মানুষ তথা ব্যাঙ্কের গ্রাহকদের অবাধ যাতায়াত। মাস পয়লায় বেতনের টাকা তুলতে অনেক বেশি মানুষ যে এটিএমে ভিড় করবেন, সেটা স্বাভাবিক। কিন্তু রাজ্যের করোনা পরিস্থিতিতে প্রথম মাস পয়লা আজ। এটিএম ও সেই বুথ বা কিয়স্ক থেকেও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। উদ্দেশ্য একটাই। যাতে আপনি নিজে সুরক্ষিত থাকেন এবং অন্যকেও সুরক্ষিত রাখতে পারেন।

April 3, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

এটিএম বা অটোমেটেড টেলার মেশিন থেকে মূলত নগদ তুলতে এটিএম বুথে রোজই সাধারণ মানুষ তথা ব্যাঙ্কের গ্রাহকদের অবাধ যাতায়াত। মাস পয়লায় বেতনের টাকা তুলতে অনেক বেশি মানুষ যে এটিএমে ভিড় করবেন, সেটা স্বাভাবিক। কিন্তু রাজ্যের করোনা পরিস্থিতিতে প্রথম মাস পয়লা আজ। এটিএম ও সেই বুথ বা কিয়স্ক থেকেও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। উদ্দেশ্য একটাই। যাতে আপনি নিজে সুরক্ষিত থাকেন এবং অন্যকেও সুরক্ষিত রাখতে পারেন।

এটিএম ব্যবহারের সময়ে আপনার কী করণীয়

  • এটিএম বুথে ঢোকার আগে ও পরে অবশ্যই হাত স্যানিটাইজ করে নিন
  • দরজার হাতল, এটিএমের বোতাম, টাচস্ক্রিন ও টাকার নোট— সবেতেই ভাইরাস থাকতে পারে বলে তা ছোঁয়ার পর হাত পরিষ্কার করা বাধ্যতামূলক
  • এটিএম বুথের ভিতরে হাঁচলে-কাশলে রুমাল বা টিস্যু দিয়ে কিংবা কনুই ভাঁজ করে নাক-মুখ ঢাকুন
  • সর্দি কাশির সময় এটিএম ব্যবহার একান্ত করতেই হলে, হাত সাফ করে ও মাস্ক পরে বুথে ঢুকুন। বা পরিবারের কাউকে পাঠান

এটিএম ব্যবহারের সময়ে কী বর্জনীয়

  • দরজার হাতল ঠেলে এটিএম-বুথে ঢোকা এবং মেশিনের বোতাম বা টাচস্ক্রিন ছোঁয়া ও টাকা পার্সে ঢোকানোর মাঝখানে বা পরে নিজের চোখ-নাক-মুখে হাত দেবেন না
  • এটিএম বুথে কোনও অপ্রয়োজনীয় জিনিস ছোঁবেন না
  • ব্যবহৃত টিস্যু কিংবা অন্য কাগজ এটিএম বুথের ভিতর ফেলে আসবেন না
  • আপনার যদি সর্দি-কাশি-জ্বরের উপসর্গ থাকে, তা হলে এটিএম ব্যবহার করবেন না
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen