রিজার্ভ ব্যাঙ্কের নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হলেন ঊষা জানকিরামন

December 1, 2025 | < 1 min read
Published by: Saikat

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫৫:  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর (ED) পদে নিযুক্ত করা হলো ঊষা জানকিরামন-কে (Usha Janakiraman)। সোমবার, ১ ডিসেম্বর থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে এই নতুন পদের দায়িত্বভার গ্রহণ করেছেন।এর আগে মুম্বই সেন্ট্রাল অফিসের রেগুলেশন বিভাগের চিফ জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

কেন্দ্রীয় ব্যাঙ্কে ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করার বিশাল অভিজ্ঞতা সম্পন্ন ঊষা জানকিরামন RBI-এর শীর্ষ প্রশাসনিক স্তরে জায়গা করে নিলেন।

এক্সিকিউটিভ ডিরেক্টর পদে যোগদানের আগে তিনি মুম্বই সেন্ট্রাল অফিসের রেগুলেশন বিভাগের চিফ জেনারেল ম্যানেজার হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ সামলেছেন।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে RBI-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে তিনি নিজের ছাপ রেখেছেন। তাঁর অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ। তিনি যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে দক্ষতা দেখিয়েছেন, তার মধ্যে রয়েছে, রেগুলেশন (Regulation), এক্সটার্নাল ইনভেস্টমেন্ট (External Investment), ব্যাঙ্কিং সুপারভিশন (Banking Supervision), পাবলিক ঋণ সংক্রান্ত ব্যবস্থাপনা (Public Debt Management), কারেন্সি ম্যানেজমেন্ট (Currency Management), এবং ব্যাঙ্কের অপারেশনাল কাজ।

তাঁর এই সুদীর্ঘ অভিজ্ঞতা এবং ব্যাঙ্কিং সেক্টরের খুঁটিনাটি সম্পর্কে গভীর জ্ঞান RBI-এর কার্যনির্বাহী স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen