উত্তরপ্রদেশে এবার গণবিবাহেও দুর্নীতি, নববধূদের হাতে তুলে দেওয়া হচ্ছে নকল গয়না!

তড়িঘড়ি পুরো বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন জেলাশাসক।

November 28, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
বিয়ের প্রতিনিধিত্বমূলক চিত্র। সৌজন্যে: iStock Photo

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গণবিবাহের মতো মানবিক ও সামাজিক কর্মসূচি নিয়েও যে বিরাট দুর্নীতি হতে পারে তা দেখিয়ে দিল বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। দুঃস্থ পরিবারগুলির জন্য গণবিবাহ প্রকল্প চালু করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

অভিযোগ, বিয়েতে নববধূদের হাতে তুলে দেওয়া হয়েছে নিম্নমানের উপহার। এখানেই শেষ নয়। তাঁদের মধ্যে নকল গয়নাও বিতরণ করা হয়েছে। সাহায্যের নামে সরকারের এহেন ‘প্রহসনে’ রীতিমতো ক্ষুব্ধ কনেদের পরিবার। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসেছেন বস্তির জেলাশাসক রবিশ কুমার গুপ্তা। তড়িঘড়ি পুরো বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন জেলাশাসক।

মঙ্গলবার এক গণবিবাহের অনুষ্ঠানকে কেন্দ্র করেই এই দুর্নীতির বিষয়টি সামনে আসে। এদিন প্রায় ৫৪৩ জনের বিয়ের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, তাঁদের নকল গয়নার পাশাপাশি অতি নিম্নমানের জিনিসপত্র দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে খারাপ প্রেসার কুকার, অত্যন্ত নিম্নমানের লিপস্টিক, আয়না ও শাড়ি। প্রকল্পের জন্য নির্দিষ্ট বরাদ্দ থাকা সত্ত্বেও এই ধরনের দুর্নীতি কীভাবে হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen