বিদেশে পাঠানো ভ্যাকসিনেই টিকা হয়ে যেত দিল্লি, মুম্বাই, কলকাতার সকলের: অমিত মিত্র

ভ্যাক্সিনের অভাবে করোনার বলি হচ্ছেন দেশের হাজার হাজার মানুষ।

April 30, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভ্যাক্সিনের (Vaccine) এই সংকটের জন্যে নরেন্দ্র মোদিকেই (Narendra Modi) দায়ী করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র (DrAmit Mitra)। টুইট করে তিনি লেখেন, দেশের এই করোনা পরিস্থিতি সামাল দিতে অসফল নরেন্দ্র মোদি। একটি রিপোর্ট অনুযায়ী জানুয়ারি ২০২১ থেকে এই অবধি ৬.৬ কোটি ভ্যাক্সিন বিদেশে পাঠানো হয়েছে। এই সংখ্যক ভ্যাক্সিন দিল্লি, মুম্বাই এবং কলকাতার সবাইকে দেওয়ার জন্যে যথেষ্ট। দেশের এই দুর্দশাতেও মোদি বাংলা দখলে ব্যস্ত।

ভ্যাক্সিনের অভাবে করোনার বলি হচ্ছেন দেশের হাজার হাজার মানুষ। এই অবস্থায় কেন্দ্র সরকারের বিদেশে ভ্যাক্সিন পাঠানোর বিষয়ে সরব হয়েছেন বিরোধীরা। এবার সেই সুরে সুর মেলালেন অমিত মিত্র।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen