ঝুলি থেকে বেড়াল বেরোলো! ভেনেজুয়েলার তেল এবং তেল-বেচার টাকা এখন ট্রাম্পের নিয়ন্ত্রণে

January 7, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:২১: লাভের গুড় আর পিঁপড়ে খাবে না, খাবে রাঘব বোয়াল! ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারির পর কার্যত ভেনেজুয়েলার দখল নিয়েছেন ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করলেন, ভেনেজুয়েলার ৫০ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল নিতে চলেছে আমেরিকা। আরও এক ধাপ এগিয়ে ট্রাম্পের ঘোষণা, এই বিপুল তেল বিক্রির টাকা তাঁর নিয়ন্ত্রণেই থাকবে।

ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যার্টফর্ম ‘ট্রুথ’-এ বুধবার মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘‘ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার আমেরিকাকে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল উচ্চমানের অনুমোদিত তেল সরবরাহ করবে। এই তেল বিক্রি করা হবে বাজার মূল্যে। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে এই তেল বিক্রির অর্থ থাকবে আমার নিয়ন্ত্রণে। এই অর্থ ব্যবহার করা হবে ভেনেজুয়েলা ও আমেরিকার জনগণের উন্নতির লক্ষ্যে।’’ ফলে তেল বিক্রির প্রাপ্য টাকা থাকবে আমেরিকা পকেটে।

মাদুরোকে বন্দি করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, ভেনেজুয়েলার শাসনভার এবার থেকে আমেরিকাই সামলাবে। সেই বার্তা শুধরে মার্কিন বিদেশ সচিব বলেন, আমেরিকা ভেনেজুয়েলা দখল করতে চায় না। শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ নয়, তেলের ট্যাঙ্কারের উপর নিয়ন্ত্রণ চায় মার্কিন মুলুক। ট্রাম্প আরও জানিয়েছেন, ইতিমধ্যেই জ্বালানি সচিবকে তিনি তাঁর পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। তেল আমেরিকা আসবে কী করে সে পরিকল্পনাও ছকে ফেলেছেন ট্রাম্প। স্টোরেজ জাহাজে করে তেল এনে সরাসরি আমেরিকার বন্দরে নামানো হবে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের ভাঁড়ার হল ভেনেজুয়েলা। ভেনেজুয়েলায় ৩০ হাজার কোটি ব্যারেল তেল মজুত আছে। এই তেলের ভাণ্ডারে দীর্ঘদিন ধরেই নজর ছিল আমেরিকার। অন্তরায় ছিলেন নিকোলাস মাদুরো। তাঁকে সরাতেই কেল্লাফতে। এবার পুতুল সরকার বসিয়ে নিয়ন্ত্রণ নিজের অধীনে রাখার পথে এগোচ্ছে ট্রাম্প।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen