কলকাতার বায়ুদূষণকে বাগে আনতে শহরজুড়ে ‘ভার্টিক্যাল গার্ডেন’ তৈরির পরিকল্পনা

কেএমডিএ এবং এইচআরবিসিকেও এ উদ্যোগে যোগ দেওয়ার অনুরোধ করা হবে জানা গিয়েছে।

January 28, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

কলকাতায় ক্রমেই বাড়ছে বায়ুদূষণ, একাধিক গবেষণা ও সমীক্ষায় উঠে এসেছে সেই তথ্য। এবার শহরবাসীর বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়া সুনিশ্চিত করতে পদক্ষেপ করতে আরম্ভ করল কলকাতা পুরসভা। আগামী প্রজন্মের জন্যে দূষণমুক্ত শহর গড়তে বায়ুদূষণ নিয়ন্ত্রণে আনাই প্রধান চ্যালেঞ্জ। আগামী বর্ষার মধ্যেই শহরে ২৫ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে পুরসভা। বৃক্ষরোপনের কাজে সাহায্যে চেয়ে কলকাতা মেট্রোকেও চিঠি পাঠানো বলে বলে জানা গিয়েছে। কেএমডিএ এবং এইচআরবিসিকেও এ উদ্যোগে যোগ দেওয়ার অনুরোধ করা হবে জানা গিয়েছে।

এই মুহূর্তে শহরে গাছ লাগানোর জায়গা প্রয়োজনের তুলনায় কম। তাই বিকল্প পথ খুঁজছেন পুর-আধিকারিকরা। উড়ালপুলগুলির নীচে ও স্তম্ভে গাছ লাগানোর কথা ভাবা হচ্ছে। মেট্রোর স্তম্ভগুলিতেও ‘ভার্টিক্যাল গার্ডেন’ করার পরিকল্পনা নেওয়া হতে পারে। সে কারণে মেট্রো, কেএমডিএ, এইচআরবিসির উড়ালপুলের স্তম্ভগুলিতে বিজ্ঞাপন না দিয়ে, সেখানে ভার্টিক্যাল গার্ডেন তৈরির অনুরোধ করবে পুরসভা। বস্তুত এমন গার্ডেন বানাতে পারলেই গাছ লাগানোর জন্যে অনেকটা জায়গা পাওয়া যাবে। মনে করা হচ্ছে, এমনটা বাস্তবায়িত হলে বায়ুদূষণ কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। শহরের যেখানে-সেখানে পার্কিং বন্ধ করতে ফুটপাত উঁচু করার কথা ভাবা হচ্ছে। ফুটপাতের একাংশে গ্রিন বাফার জোন তৈরিতে জোর দেওয়া হচ্ছে। সেই নির্দিষ্ট অংশে গাছ লাগানো হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen