শেষ পর্বে ব্রিটেনের কুর্সি দখলের লড়াই, ঋষির পক্ষে খেলা ঘোরাবেন উগান্ডানরা?

৩১ শতাংশ টোরি সদস্য তাকে সমর্থন করলেও, লিজের কাছে রয়েছে ৪৯ শতাংশের সমর্থন।

August 4, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: Vogue

ব্রিটেনের প্রধানমন্ত্রীর গদিতে বসার লড়াইয়ের চূড়ান্ত পর্ব চলছে। দ্বিমুখী লড়াইয়ে মুখোমুখি ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক ও লিজ ট্রস। সুনকের সামনে ইতিহাস জয়ের হাতছানি। প্রতিদ্বন্দ্বী লিজকে হারালেই ইতিহাস ইতিহাস লিখবেন ঋষি। ফিনিশিং লাইনের কাছে এসে লড়াইটা আরও কঠিন হয়ে গিয়েছে ঋষির জন্য। কনজারভেটিভ পার্টির মধ্যে সমর্থনের নিরিখে ঋষি পিছিয়ে রয়েছেন।

৩১ শতাংশ টোরি সদস্য তাকে সমর্থন করলেও, লিজের কাছে রয়েছে ৪৯ শতাংশের সমর্থন। যদিও ১৫ শতাংশ সদস্য এখনও নিজেদের সিদ্ধান্ত জানাননি। অধুনা চ্যান্সেলর নাদিম জাহাউই, ব্রান্ডন লুইস লিজকে সমর্থন করেছেন। পেনি মর্ডান্টও লিজকেই সমর্থন করছেন।

যদিও ৫ সেপ্টেম্বরের আগে অনেক সম্ভাবনাই থেকে যাচ্ছে। ব্রিটিশ বংশোদ্ভূত উগান্ডানরাই এই সম্ভাবনার ভরসা। গত সপ্তাহে উগান্ডানদের সমর্থন আদায়ে স্ট্যানমোরে প্রচার করেছিলে ঋষি। স্ট্যানমোরে সেই সভার আয়োজক ছিলেন উগান্ডান এশিয় বংশোদ্ভূত লর্ড ডলার পোপাত। নিজের বাড়িতেই সভার আসর বসিয়েছিলেন তিনি। কনজারভেটিভ পার্টির সদস্যদের মধ্যে পোপাতের অনুগামীর সংখ্যা প্রায় ১ লক্ষ ৬০ হাজার। ঋষিকে তারা যাতে সমর্থন করেন, সেই কারণেই এই প্রচারের ব্যবস্থা করেছিলেন পোপাত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen