গুরুতর অসুস্থ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, ভর্তি আছেন CCU-তে
জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার বিশ্বজিৎ ঘোষ দস্তিদারের অধীনে একটি মেডিক্যাল টিম গঠন হয়েছে।
July 14, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে।
জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার বিশ্বজিৎ ঘোষ দস্তিদারের অধীনে একটি মেডিক্যাল টিম গঠন হয়েছে। সেলুলাইটিসের কারণে তাঁকে দক্ষিণ কলকাতার এক নার্সিং হোমে ভর্তি করা হয়। মেডিক্যাল টিম জানিয়েছে বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের সুগার, প্রেসার সহ কোমর্বিডিটি রয়েছে।