আলভাকে বিপুল ভোটে হারিয়ে দেশের ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন ধনখড়
ধনখড়ের জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। দেখার ছিল কতটা ভোট টানতে পারেন মার্গারেট আলভা।
August 6, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

দেশের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন এনডিএ-র প্রার্থী জগদীপ ধনখড়। ৫২৮টি ভোট পেয়েছেন তিনি। বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা পেয়েছেন ১২৮ ভোট। ১৫টি ভোট বাতিল করা হয়েছে৷
আজ শনিবার ছিল উপরাষ্ট্রপতি নির্বাচনে। এ দিনের ভোট দান নিয়ে খুব একটা জল্পনা ছিল না। ধনখড়ের জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। দেখার ছিল কতটা ভোট টানতে পারেন মার্গারেট আলভা।
আইনজীবী হিসাবে পেশাদার জীবন শুরু করলেও রাজনীতিতে প্রথমে জনতা দল এবং পরে বিজেপিতে যোগদান করেন জগদীপ ধনখড়। চন্দ্রশেখরের আমলে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল।