ভিক্টোরিয়া মেমোরিয়ালে জঙ্গি হামলা, নামল সেনা!

সবকিছুর পিছনে ছিল একটি পরিকল্পিত মহড়া, যা সেনা, নেভি, এবং সিআইএসএফ যৌথভাবে আয়োজন করেছিল।

November 22, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতার এক ঐতিহাসিক স্থান, শনিবার সকালে হঠাৎই উত্তেজনায় ভরে উঠেছিল। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছিল, সেখানে কোনো জঙ্গি আক্রমণ বা বড়সড় বিপদের আশঙ্কা দেখা দিয়েছে। তবে এই সবকিছুর পিছনে ছিল একটি পরিকল্পিত মহড়া, যা সেনা, নেভি, এবং সিআইএসএফ যৌথভাবে আয়োজন করেছিল।

উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ২০ ও ২১ নভেম্বর ভারতের সমস্ত উপকূলীয় রাজ্য এবং দ্বীপপুঞ্জে ‘সি ভিজিল-২০২৪’ অনুশীলন করেছে নৌবাহিনী। বুধবার মাঝরাতে সন্ত্রাসবাদী কার্যকলাপ মোকাবিলার মহড়া হয় কলকাতার নৌসেনা ঘাঁটিতে। সেখানে দেখানো হয়, পাশের রেললাইনে বোমা রাখতে এসেছিল দু’জন জঙ্গি। সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় মহড়া ছিল বৃহস্পতিবার সকালে। এদিন সকাল ৯টা নাগাদ আচমকা ভিক্টোরিয়ার চারদিক ঘিরে ফেলে সেনাবাহিনী। পথচলতি মানুষ রীতিমতো থতমত খেয়ে যান। নৌবাহিনী, সেনাবাহিনী, এনএসজি, সিআইএসএফ সহ বিভিন্ন এজেন্সি এই মহড়ায় অংশ নেয়। সকাল ১০টা থেকে মহড়া শুরু হয়ে চলে প্রায় ঘণ্টাখানেক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen