২৪ আগস্ট সকাল ৫টা থেকে রাত ৯টা অবধি বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জানুন বিকল্প রুট
কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার ভার্মা, এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জনসুরক্ষা ও যান চলাচলের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৫: আগামী ২৪ আগস্ট রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু(Vidyasagar Setu)। কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে জানানো হয়েছে, হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (HRBC) সেতুটির মেরামতি ও রক্ষণাবেক্ষণের গুরুত্বপূর্ণ কাজ হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে স্টিল পোর্টাল বিম বসানো, সেতুর কেবল ও বেয়ারিং বদল এবং অন্যান্য মেরামতির কাজ।
কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার ভার্মা, এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জনসুরক্ষা ও যান চলাচলের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কারণে ২৪ আগস্ট সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কোনো যানবাহনই বিদ্যাসাগর সেতু ও তার র্যাম্প দিয়ে চলাচল করতে পারবে না।
কোন পথে চলবে যানবাহন?
পশ্চিমমুখী সব যানবাহন যারা এজে সি বোস রোড দিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে যাবে, তাদেরকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিং ঘুরে সেন্ট জর্জ গেট রোড স্ট্র্যান্ড রোড হাওড়া ব্রিজ বা কেপি রোড ব্যবহার করতে হবে।
জে এন্ড এন আইল্যান্ড থেকে কেপি রোড ধরে আসা পশ্চিমমুখী যানবাহন ১১ ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিং ঘুরে হাওড়া ব্রিজে যেতে পারবে।
খিদিরপুর থেকে সিজিআর রোড ধরে আসা পূর্ব দিকের যানবাহনকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁ দিকে ঘুরে সেন্ট জর্জ গেট রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে হবে।
কেপি রোডের ঘোড়াপাস-সংলগ্ন ওয়াই পয়েন্ট থেকে যারা বিদ্যাসাগর সেতুতে উঠতে চান, তাদেরকে ১১ ফারলং গেট ঘুরে রেড রোড-হাওড়া ব্রিজ রুট ব্যবহার করতে হবে। প্রয়োজনে অন্যান্য বিকল্প রাস্তাও ব্যবহার করা হবে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।
২৪ আগস্ট দিনভর বিদ্যাসাগর সেতু দিয়ে গাড়ি চলাচল বন্ধ থাকবে। তাই যারা হাওড়া বা কলকাতা যাতায়াত করবেন, তাদের অনুরোধ করা হচ্ছে আগে থেকে বিকল্প রুট পরিকল্পনা করতে। কলকাতা পুলিশ জানিয়েছে, জরুরি পরিষেবা এবং গণপরিবহনের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।