‘আলাদিন’ আলাপনকে আগলে রেখেছেন ‘জিনি’ মমতা, ভাইরাল মিম

ডিজনির জনপ্রিয় আলাদিন সিনেমার চরিত্র থেকে অনুপ্রাণিত এই মিমটি।

June 1, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সম্প্রতি ভাইরাল হয়েছে আলাদিন মিম। আলাদিনের ভূমিকায় প্ৰাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁকে জিন হয়ে আগলাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খলনায়ক জাফরের ভূমিকায় নরেন্দ্র মোদি, সম্মোহিত রাজার ভূমিকায় রাজ্যপাল জগদীপ ধানখড়। ডিজনির জনপ্রিয় আলাদিন সিনেমার চরিত্র থেকে অনুপ্রাণিত এই মিমটি। মিমটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। মানুষ দেদার শেয়ার করছেন।

প্রসঙ্গত, গতকাল অবধি আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি ছিল রাজ্যের হাইভোল্টেজ টপিক। এই আমলার কর্ম জীবনের শেষদিনে তাঁকে কেন্দ্রীয় দপ্তরে যোগদানের নির্দেশ দেয় কেন্দ্র। যেখানে আগে থেকেই রাজ্যের মুখ্য সচিবের পদ সামলানোর জন্যে তাঁর তিন মাসের এক্সটেনশনের আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর সেই আর্জিকে নস্যাৎ করে কেন্দ্রীয় দপ্তরে যোগদানের নির্দেশ এসেছিল। আলাপন যোগদান না করায় তাঁকে গতকাল শোকজও করা হয় কেন্দ্রের তরফ থেকে। রাজনৈতিক মহল কেন্দ্রের এহেন ব্যবহারে প্রতিহিংসার গন্ধ পেয়েছে। সব জল্পনার অবসান ঘটিয়ে গতকালই অবসর নেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এখন তিনি রাজ্য সরকারের উপদেষ্টা পদে নিযুক্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen