দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T20 দল ঘোষণা ভারতের, বাদ পড়লেন কোহলি, রোহিত
আইপিএলের মরশুম প্রায় শেষের মুখে। এরপরই জাতীয় দলের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার।

আইপিএলের মরশুম প্রায় শেষের মুখে। এরপরই জাতীয় দলের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। আর তাতে বাদ পড়লেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি, জশপ্রীত বুমরাহদের মত তারকা খেলোয়াড়রা। উল্টোদিকে, আইপিএলে ভালো পারফরম্যান্সের ফলস্বরূপ দলে জায়গা করে নিলেন কাশ্মীরের পেসার উমরান মালিক।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। তারপর খেলা হবে ইংল্যান্ডে। রবিবার আসন্ন টি-২০ সিরিজ এবং একমাত্র টেস্টটির দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে জায়গা করে নিতে পারেননি শিখর ধাওয়ানও। এই সিরিজে দলের ক্যাপ্টেন কেএল রাহুল (KL Rahul)।
উমরানের পাশাপাশি, ভালো পারফরম্যান্সের জন্য দলে জায়গা করে নিলেন দীনেশ কার্তিকও।