বিশ্বভারতীর উপাচার্য স্বার্থপর দৈত্য, মন্তব্য বোলপুরের তৃণমূল প্রার্থীর

চন্দ্রনাথবাবুর অভিযোগ, বর্তমানে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী গত দুই বছর ধরে বিশ্বভারতী নিজের হাতের মুঠোয়ে আনতে চাইছেন৷ আলাদা করে দিতে চাইছেন বিশ্বভারতীকে৷ তাই তো বর্তমান উপাচার্য করে প্রাচীর তুলে দিচ্ছেন বলে অভিযোগ।

March 19, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দলীয় কার্যালয়ে তৃণমূলের ইস্তাহর প্রকাশ করলেন বোলপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ (Chandranath Singha)। আর সেখানেই সাংবাদিক সম্মেলন করে তিনি বিশ্বভারতীয় বর্তমান উপাচার্যের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন৷  বিশ্বভারতীর বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে স্বার্থপর দৈত্য সঙ্গে তুলনা করেন বোলপুরের তৃণমূলের বিধানসভার পদপ্রার্থী চন্দ্রনাথ সিংহ।

বিগত ১০ বছর ধরে তৃণমূল (Trinamool) সরকারের প্রতিনিধি হয়ে বোলপুর বিধানসভা জন্য কী কী উন্নয়ন মূলক কাজ করেছেন তিনি, তাঁর খতিয়ান তুলে ধরেন শুক্রবারের সাংবাদিক সম্মেলনে। উন্নয়নের খতিয়ান তুলে ধরতে গিয়ে বিশ্বভারতী এলাকায় কী কী উন্নয়ন করা হয়েছে সেই সমস্ত বিষয় জানান চন্দ্রনাথ সিংহ। আর তখনই তিনি বলেন তাদের এই উন্নয়ন বিশ্বভারতীর কিছুটা জায়গায় গিয়ে বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে রাজ্য সরকার। কারণ বিশ্বভারতীতে যখন যেমন উপাচার্য আসে তখন তাঁর প্রভাব বিস্তার করতে থাকেন। চন্দ্রনাথবাবুর অভিযোগ, বর্তমানে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী গত দুই বছর ধরে বিশ্বভারতী নিজের হাতের মুঠোয়ে আনতে চাইছেন৷ আলাদা করে দিতে চাইছেন বিশ্বভারতীকে৷ তাই তো বর্তমান উপাচার্য করে প্রাচীর তুলে দিচ্ছেন বলে অভিযোগ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen