দেশজুড়ে পালিত হচ্ছে বিবেকানন্দের জন্মজয়ন্তী, অভিষেকের কর্মসূচি, শীতের দাপট, আজ নজর কোন কোন খবরে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০:
দেশজুড়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মবার্ষিকী
আজ ১২ জানুয়ারি। স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিবস। এ বছর স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মবার্ষিকী। এই দিনে সারা দেশজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে তাঁর জন্মদিন। নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জাতীয় যুব দিবসকে উপলক্ষ্য করে।
অভিষেকের কর্মসূচি
আজ স্বামী বিবেকানন্দের জন্মদিবসে, তাঁর সিমলা স্ট্রিটের বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তৃণমূলের সমাজ মাধ্যম কর্মীদের নিয়ে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোমবার কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একটি সভাগৃহে তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে মিলিত হবেন তিনি।
শীতের দাপট
বাংলায় শীতের লম্বা স্পেল চলছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। তার পর তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না। মকর সংক্রান্তিতে হাড় কাঁপানো ঠান্ডা থাকবে।
মহাকাশে পাড়ি দিচ্ছে অন্বেষা
আজ, এক কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাচ্ছে ভারত। সোমবার, সকাল ১০টা ১৭ মিনিটে শ্রীহরিকোটা থেকে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবে কৃত্রিম উপগ্রহ ‘অন্বেষা’। যার পোশাকি নাম ইওএস-এন১।
WPL-এ বেঙ্গালুরু বনাম ইউপি
আজ মেয়েদের আইপিএলে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ইউপি ওয়ারিয়র্স। স্মৃতি মন্ধানার আরসিবি প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে। অন্য দিকে, ইউপি হার দিয়ে অভিযান আরম্ভ করেছে। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
বিজয় হজারে ট্রফির জোড়া কোয়ার্টার ফাইনাল ম্যাচ
আজ বিজয় হজারে ট্রফির দু’টি কোয়ার্টার ফাইনাল। প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি কর্নাটক ও মুম্বই। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে উত্তরপ্রদেশ ও সৌরাষ্ট্র মুখোমুখি হবে।