ভোটার তালিকা সংশোধন: SIR-এর সময়সীমা বৃদ্ধির দাবিতে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ

January 6, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২৬: সামনেই বাংলায় বিধানসভা ভোট। তার আগে SIR নিয়ে ফের রাজ্য রাজনীতিতে বাড়ছে উত্তাপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির পর এবার SIR প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি এবং পদ্ধতিগত ত্রুটির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O Brien )।

তৃণমূল সাংসদ তাঁর আবেদনে অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের এসআইআর (SIR) প্রক্রিয়া বাস্তবায়নে গুরুতর গাফিলতি রয়েছে। প্রযুক্তিগত অব্যবস্থাপনার কারণে বহু যোগ্য এবং বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে, যা সাধারণ নাগরিকদের গণতান্ত্রিক অধিকার হরণের শামিল। বিশেষ করে প্রবীণ ভোটাররা এই প্রযুক্তিগত জটিলতায় সবথেকে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে তিনি দাবি করেছেন।

সুপ্রিম কোর্টে পেশ করা ওই পিটিশনে ডেরেক ও’ব্রায়েন মূলত দুটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন। প্রথমত, বুথ লেভেল অফিসারদের (BLO) হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও অনানুষ্ঠানিক মাধ্যমে নির্দেশ দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি বিধিবদ্ধ নিয়মে পরিচালনা করতে হবে। দ্বিতীয়ত, ভোটার তালিকায় নাম তোলা, সংশোধন বা আপত্তি জানানোর বর্তমান সময়সীমা ১৫ জানুয়ারি থেকে বাড়িয়ে আরও কিছুদিন সময় দেওয়ার আর্জি জানানো হয়েছে।

উল্লেখ্য, রাজ্যে গত ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে এই বিশেষ সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী তা ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলার কথা।

ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর সূত্রে জানানো হয়েছে, ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের তরফে মোট ২,০৯,৪৩৮টি দাবি ও আপত্তি জমা পড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, সবথেকে বেশি দাবি ও আপত্তি পেশ করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস (৭৭,৮৬৭টি)। এরপরেই রয়েছে বিজেপি (৬১,৪৫১টি), সিপিআইএম (৪৯,৪৩৬টি) এবং কংগ্রেস (১৮,৭৭৭টি)।

ড্রাফট রোল বা খসড়া তালিকা প্রকাশের পর সাধারণ ভোটারদের তরফেও নাম তোলার জন্য ২,০৬,২৩৭টি এবং নাম বাদ দেওয়ার জন্য ৩৮,৪৮৯টি আবেদন জমা পড়েছে। নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট ফর্ম এবং ঘোষণা পত্র ছাড়া কোনও সাধারণ অভিযোগকে ‘দাবি’ হিসেবে গ্রাহ্য করা হবে না। এখন সুপ্রিম কোর্ট এই বিষয়ে কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen