কলকাতা সহ বহু জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা
সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস।

বিদায় বেলায় ভেল্কি দেখাচ্ছে শীত(Winter)। কয়েকদিন আগেই তাপমাত্রা বেশ খানিকটা চড়ে গিয়েছিল। কিন্তু গত তিন-চারদিন ধরে ফের শীতের হাওয়া নাচন লেগেছে। ফের ঠাণ্ডায় কাঁপতে শুরু করেছে বঙ্গবাসী। এবার আবার রাজ্যজুড়ে শৈত্য প্রবাহের সতর্কতা।এমনকী শহর কলকাতাতেও পর্যন্ত সেই পরিস্থিতি তৈরি হয়েছে।

পাশাপাশি মুর্শিদাবাদ(Murshidabad), বীরভূম(Birbhum), দুই ২৪ পরগনা(South And North 24 Pgs), দুই বর্ধমান(Bardhaman), বাঁকুড়া(Bankura), পুরুলিয়া(Purulia), ঝাড়গ্রাম(Jhargram) ও দুই মেদিনীপুরেও(Purba And Paschim Medinipur) হিমশীতল হাওয়ার দাপট অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে, উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারেও চোখে পড়ছে ঘন কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের জেলাগুলির মতই মালদহ, দুই দিনাজপুর ও আলিপুরদুয়ারে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই সপ্তাহের শেষে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। হতে পারে তুষারপাতও। আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম বলে জানিয়েছে হাওয়া অফিস। গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা চার ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৮ শতাংশ।