জুবিন গর্গের মৃত্যু কি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? বিস্ফোরক দাবি সিঙ্গাপুর পুলিশের

January 14, 2026 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.৪০: সিঙ্গাপুরে গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) রহস্যজনক! মৃত্যুর প্রায় চার মাস পর তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। গায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার মাঝেই আদালতে বিস্ফোরক দাবি করল সিঙ্গাপুর পুলিশ (Singapore Police)। তদন্তকারীদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, স্কুবা ডাইভিংয়ের সময় জুবিন অত্যাধিক মদ্যপ ছিলেন। তিনি নাকি সুরক্ষাবিধি উপেক্ষা করেছিলেন।

পুলিশ সূত্রে খবর, জুবিনের শারীরিক পরীক্ষায় প্রতি ১০০ মিলিলিটার রক্তে ৩৩০ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া গিয়েছে। যা সিঙ্গাপুরের স্বাভাবিক সীমা (৮০ মিলিগ্রাম)-র চেয়ে অনেক বেশি। এছাড়া তাঁর হোটেল রুম থেকেও ৭৫০ মিলিলিটার মদের বোতল উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, ডাইভিংয়ের সময় জুবিন প্রথমে লাইফ জ্যাকেট পরলেও পরে তা খুলে ফেলেন। পরবর্তীতে জলে নামার সময় তাঁকে সতর্ক করা সত্ত্বেও তিনি আর জ্যাকেট পরেননি, যা এই মর্মান্তিক দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় অসমের (Assam) এই জনপ্রিয় গায়কের। তাঁর আকস্মিক প্রয়াণে ষড়যন্তের অভিযোগ ওঠায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sharma) নির্দেশে ‘সিট’ (SIT) গঠন করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ড্রামার শেখরজ্যোতি গোস্বামী, আয়োজক শ্যামকানু মহন্ত, গায়িকা অমৃতপ্রভ মহন্ত এবং জুবিনের তুতো ভাইকে গ্রেপ্তার করেছে। ম্যানেজার ও আয়োজকের বিরুদ্ধে ইতিমধ্যেই খুনের মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে অসম পুলিশ (Assam Police)।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen