চোটের কারণে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর, পরিবর্ত হিসেবে দলে আয়ুষ বাদোনি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২৫: ভারত বনাম নিউজিল্যান্ড একদিনের সিরিজে চোট-সমস্যা যেন পিছু ছাড়ছে না টিম ইন্ডিয়ার। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)জানিয়েছে, অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে বাকি ওডিআই ম্যাচ গুলোতে পাওয়া যাবেনা। বরোদার কোটাম্বির বিসিএ স্টেডিয়ামে প্রথম ওডিআই চলাকালীন বোলিং করতে গিয়ে তাঁর বাঁ দিকের নিচের পাঁজরের অংশে হঠাৎ তীব্র অস্বস্তি অনুভূত হয়। এই চোটের কারণেই ২৬ বছরের এই বাঁ-হাতি ব্যাটারকে আর মাঠে নামানো সম্ভব নয় এই সিরিজে।
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ওয়াশিংটন সুন্দরকে চোটের জায়গায় স্ক্যান করানো হবে। রিপোর্ট হাতে পাওয়ার পর বোর্ডের মেডিক্যাল টিম বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবে। এই পরিস্থিতিতে সর্বভারতীয় সিনিয়র নির্বাচক কমিটি তাঁর পরিবর্ত হিসেবে দিল্লির তরুণ ব্যাটার আয়ুষ বাদোনির নাম ঘোষণা করেছে। উল্লেখযোগ্যভাবে, এই প্রথমবার ভারতীয় জাতীয় দলে ডাক পেলেন বাদোনি। তিনি রাজকোটে দলের সঙ্গে যোগ দেবেন, যেখানে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওডিআই।
প্রথম ম্যাচে ওয়াশিংটন সুন্দর মাত্র পাঁচ ওভার বল করেন। ২৭ রান দিয়ে তাঁর ইকোনমি ছিল ৫.৪০, যদিও কোনও উইকেট পাননি। পরে ব্যাট হাতে তিনি নামেন কেএল রাহুলের সঙ্গে, যখন জয়ের জন্য ভারতের দরকার ছিল আরও ২২ রান। দু’জনের জুটিতেই চার উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। সুন্দর সাত বল খেলে অপরাজিত থাকেন ৭ রানে। যদিও ৪৮তম ওভারে তাঁর একটি সহজ ক্যাচ ফেলেন আদিত্য অশোক।
উল্লেখ্য, গত এক সপ্তাহে ভারতীয় শিবিরে এটি তৃতীয় চোটের ঘটনা। এর আগে নেট সেশনে চোট পেয়ে ওডিআই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। পাশাপাশি, পেটের অস্ত্রোপচারের কারণে আসন্ন তিনটি টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না তিলক বর্মাও।
প্রথম ওডিআইতে ৩০১ রানের লক্ষ্য তাড়া করে জয় পায় ভারত। বিরাট কোহলি করেন ৯৩ রান, শুবমান গিল ও শ্রেয়স আইয়ারও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। বোলিংয়ে হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা ও মহম্মদ সিরাজ নেন দু’টি করে উইকেট। সিরিজের দ্বিতীয় ওডিআই বুধবার, ১৪ জানুয়ারি, রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।