গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় অত্যাধুনিক ‘ওয়াটার ড্রোন’, জলে ডুবলে উদ্ধার করবে রিমোটচালিত ‘নুলিয়া’

January 7, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:১০: আসন্ন গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। সাগরে পুণ্যস্নানের সময় দুর্ঘটনা এড়াতে এবং ডুবন্ত মানুষকে দ্রুত উদ্ধার করতে এ বছর মোতায়েন করা হচ্ছে অত্যাধুনিক রিমোটচালিত ‘লাইফবয় ওয়াটার ড্রোন’ (Lifebuoy Water Drone)। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া মেলায় এই আধুনিক যন্ত্রটি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।

প্রশাসন সূত্রে খবর, এই ওয়াটার ড্রোনটি অলিম্পিক সাঁতারুদের চেয়েও প্রায় তিন গুণ বেশি গতিতে (প্রতি সেকেন্ডে ৭ মিটার) সাঁতার কাটতে পারে। যন্ত্রটি এতটাই শক্তিশালী যে, এটি ক্লান্তিহীনভাবে প্রায় ১০০০ কিলোগ্রাম বা ১ টন পর্যন্ত ওজন টেনে আনতে সক্ষম। অর্থাৎ, একাধিক ডুবন্ত মানুষ বা ছোটখাটো গাড়িকেও এটি জল থেকে উদ্ধার করতে পারে।

ড্রোনটিতে রয়েছে ১০৮০পি এইচডি ক্যামেরা ও জিপিএস ট্র্যাকার (GPS Tracker), যা উদ্ধারকারীদের কাছে বিপদগ্রস্ত ব্যক্তির নিখুঁত অবস্থান ও ছবি পৌঁছে দেবে। ব্যাটারি ১৫ শতাংশের নিচে নামলে বা সিগন্যাল হারিয়ে গেলে এটি স্বয়ংক্রিয়ভাবে উৎক্ষেপণস্থলে ফিরে আসতে পারে। মাত্র ২ সেকেন্ডের মধ্যে এটি উদ্ধারকাজ শুরু করতে সক্ষম।

ড্রোন প্রযুক্তির পাশাপাশি মেলার সার্বিক নিরাপত্তাও জোরদার করা হয়েছে। মোতায়েন থাকছে প্রায় ২,৫০০ স্বেচ্ছাসেবক, এনডিআরএফ (NDRF), এসডিআরএফ (SDRF) এবং কোস্ট গার্ড। স্বাস্থ্য পরিষেবায় থাকছে ৫টি অস্থায়ী হাসপাতাল, ৫৪০টি শয্যা এবং এয়ার অ্যাম্বুল্যান্স সহ প্রায় ১০০টি অ্যাম্বুল্যান্স। কুয়াশার মোকাবিলায় বিশেষ আলো ও টাওয়ারের ব্যবস্থাও করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen