টানা ৩ মাস পর রাজ্যে করোনাক্রান্ত শতাধিক পার, পজিটিভিটি রেট ১.৩৯ শতাংশ

করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৯৮ হাজার ২৫৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৯২ শতাংশ।

June 10, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ১০৭ জন। শনিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ২০ হাজার ৩৪। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০৫ শতাংশ। রাজ্যে শেষ ১১ ই মার্চ দৈনিক করোনা আক্রান্ত ১০০ পার করেছিল।

এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৫ জনের। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৯৮ হাজার ২৫৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৯২ শতাংশ।

একদিনে ৭ হাজার ৬৮৯ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ১.৩৯ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ৩৫ হাজার ৬৬২ ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ৩০ লক্ষ ৭৯ হাজার ১৭১ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen