রাজ্যে করোনা আক্রান্ত ১১৪, গত ২৪ ঘন্টায় সংক্রমণের হার ২ শাতাংশের নীচে
স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনার মৃত্যু হয়েছে একজনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি ২১,১৮২ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১০২।

তিনদিন পর ফের রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পেরল একশোর গণ্ডি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১৪ জন। যা আগের দিনের তুলনায় বেশি। একদিনে রাজ্যে করোনার বলি হয়েছেন একজন। এদিকে বাংলায় আরও খানিকটা কমল করোনা পরীক্ষার খরচ। এবার সিবি ন্যাট পরীক্ষার ক্ষেত্রে লাগবে ১২০০ টাকা। আগে খরচ হত ২৪০০ টাকা। ট্রু-নাটের খরচ ১২০০ থেকে কমে হল হাজার টাকা। আরটিপিসিআরের খরচ আগেই কমানো হয়েছিল।
২০২০ সালের মার্চে করোনা (Coronavirus) থাবা বসিয়েছিল বাংলায়। লাফিয়ে বেড়েছিল সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘরবন্দি হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। বাংলার ছবিটাও একই ছিল। পরবর্তীতে পরিস্থিতি খানিকটা আয়ত্তে আসতে ফের জনজীবন স্বাভাবিক হতেই বেড়েছে সংক্রমণ। তবে বারবার কড়াভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে রাজ্য সরকার। সেই কারণেই তৃতীয় ঢেউ কাটিয়ে অতি দ্রুত গতিতে সুস্থ হয়ে উঠেছে বাংলা। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১১৪ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লক্ষ ৯৩ হাজার ০৯৪ জন। পজিটিভিটি রেট ০.৪৯ শতাংশ।
স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনার মৃত্যু হয়েছে একজনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি ২১,১৮২ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১০২। মোট করোনা জয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৩ হাজার ৩৫২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ০৩৬ জনের। মোট টেস্টিং ২৪, ৪১১, ০১৮।