গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২০৪, সুস্থতার হার ৯৮.৮৯ শতাংশ
করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৮৫ হাজার ৪৩৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৮৯ শতাংশ।
September 9, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ২০৪ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ৮হাজার ৮২৭। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০২ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনার বলি ১জন।
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ৪৮১ জনের। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৮৫ হাজার ৪৩৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৮৯ শতাংশ।
একদিনে ৮ হাজার ৮৫টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ২.৫২ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ৭১ হাজার ৩৮২ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ১কোটি ৪৪ লক্ষ ৯৯৬ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।