গ্রূপ সি নিয়োগ মামলা – ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ রাজ্যের

বুধবার গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় স্থগিতাদেশ চেয়ে মামলা করে রাজ্য। বৃহস্পতিবার মামলাটির শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

February 17, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

গ্রুপ ডির পর গ্রুপ সি নিয়োগে আদালতের সিবিআই অনুসন্ধানের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার গ্রুপ ডি নিয়োগে সিবিআই অনুসন্ধানে ২ সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

২০১৬ সালের গ্রুপ সি নিয়োগেও মেয়াদউত্তীর্ণ প্যানেল থেকে একের পর এক নিয়োগের অভিযোগ ওঠে রাজ্য সরকারের বিরুদ্ধে। আবেদনকারীদের দাবি, ৩৫০ জনকে এভাবে বেআইনি নিয়োগ দিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার এই মামলার শুনানিতে প্রত্যেককে বরখাস্ত করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে তাঁদের কাছ থেকে সম্পূর্ণ বেতন আদায় করার নির্দেশ তিনি। এর আগে গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় একই রকম নির্দেশ দিয়েছিল আদালত। তবে গ্রুপ ডি মামলায় ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশের জেরে আপাতত ৫৭৩ জন চাকরিতে বহাল থাকছেন।

বুধবার গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় স্থগিতাদেশ চেয়ে মামলা করে রাজ্য। বৃহস্পতিবার মামলাটির শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen