‘জট’ কাটল! আগামী ৭ মার্চ বেলা ২টোয় রাজ্য বিধানসভার অধিবেশন

ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যপালের অনুমতি ছাড়া বাজেট অধিবেশন ডাকা যায় না। রাজ্যপালই অধিবেশন ডাকেন। কিন্তু

March 3, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

আগামী ৭ মার্চ রাজ্য বিধানসভার অধিবেশন (West Bengal Assembly Session) শুরু হচ্ছে৷ বেলা ২টোয়৷ বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) টুইট করে এ কথা জানিয়েছেন৷ ফলে, পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন রাত ২ টোয় হওয়ার সম্ভাবনা নিয়ে তৈরি ‘জট’ কাটল বলা চলে৷ এই ‘জট’ কাটাতেই আজ রাজ্যের (H. K. Dwivedi) মুখ্যসচিব-রাজ্যপাল বৈঠক হয়৷ প্রায় এক ঘণ্টা ধরে চলা দ্বিপাক্ষিক বৈঠকে ‘টাইপোগ্রাফিক্যাল’ ভুল সংশোধন হয়েছে৷ রাজ্যপালের টুইটেও সে কথা স্পষ্ট৷ কারণ, নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেন রাজ্যপাল ধনখড়৷

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করার পর টুইটে রাজ্যপাল লেখেন, ‘আগামী ৭ মার্চ দুপুর ২টো থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে। মুখ্যসচিব জানিয়েছেন, সমস্ত জমে থাকা গুরুত্বপূর্ণ বিষয়গুলি ১৫ দিনের মধ্যে সমাধান হবে।’’ এখানেই শেষ নয়৷ ধনখড় আরও লেখেন, যে সমস্ত তথ্য তিনি চেয়েছিলেন, অথচ এখনও নবান্নের তরফে রাজভবনে জমা করা হয়নি৷ সেগুলি দেওয়ার কথা বলা হয়েছে।’

ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যপালের অনুমতি ছাড়া বাজেট অধিবেশন ডাকা যায় না। রাজ্যপালই অধিবেশন ডাকেন। কিন্তু কয়েকদিন আগে বিধানসভার অধিবেশন শুরুর সময় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়৷

ঠিক কী হয়েছিল?

রাজ্য সরকারের তরফে বিধানসভা অধিবেশন শুরুর একটি সময়সূচি পাঠানো হয় রাজ্যপালকে। তাতে বলা হয়েছে, ৭ মার্চ রাত দুটোর সময় রাজ্য বিধানসভার অধিবেশনের সূচনা হবে। এরপরেই রাজ্যপাল জগদীপ ধনখড়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করা হয়। টুইটে লেখা হয়, ৭ মার্চ রাত দুটোয় রাজ্য বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে। রাত দু’টোয় বিধানসভার অধিবেশন? নজিরবিহীন, ইতিহাসে প্রথম।

রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) এ ব্যাপারে আলোচনার জন্য মুখ্যসচিবকে রাজভবনে তলব করেন। এই ঘটনার জন্য তিনি সরকারি আধিকারিকদের গাফিলতিকেও দায়ী করেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেও অনুরোধ করেন রাজ্যপাল। শেষে সময় বিভ্রান্তি দূর করতেই রাজ্যপালকে ফোন করেন মুখ্যমন্ত্রীও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen