WB Panchayat Election 2023: কোন জেলায় কত শতাংশ ভোট পড়ল? জেনে নিন

আজ পঞ্চায়েত নির্বাচনে শাসক শিবিরের কাছে যেমন ক্ষমতা ধরে রাখা ছিল চ্যালেঞ্জ, তেমনই নতুন করে এলাকা বৃদ্ধির লক্ষ্য ছিল বিরোধীদের।

July 8, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
কোন জেলায় কত শতাংশ ভোট পড়ল?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ পঞ্চায়েত নির্বাচনে শাসক শিবিরের কাছে যেমন ক্ষমতা ধরে রাখা ছিল চ্যালেঞ্জ, তেমনই নতুন করে এলাকা বৃদ্ধির লক্ষ্য ছিল বিরোধীদের। সব মিলিয়ে রাজ্যজুড়ে টানটান উত্তেজনা। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব। আইন-শৃঙ্খলা রক্ষায় নামানো হয়েছিল পর্যাপ্ত পুলিস। ছিল কেন্দ্রীয় বাহিনীও। অশান্তি রুখতে রাখা হয়েছিল পুলিসের কুইক রেসপন্স টিম। সূত্রের খবর, প্রায় সমস্ত সংবাদমাধ্যমগুলিতে যে’সব ছোট-মাঝারি বা বড় গণ্ডগোলের ঘটনা দেখা গিয়েছিল তা প্রায় ৫০টা বুথ প্রভাবিত হয়েছিল। বাকি প্রায় ৬১,৫৫০টি বুথে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। সব মিলিয়ে গ্রাম দখলের লড়াইয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট দানের হার ছিল ৬৬.২৮ শতাংশ।

একনজরে দেখে নিন ২১ জেলার কোথায় কত শতাংশ ভোট পড়ল

আলিপুরদুয়ার – ৬৩:১১
দক্ষিণ দিনাজপুর – ৬১:৯৩
কোচবিহার – ৬৩:৮৪
জলপাইগুড়ি – ৬২:২৪
উত্তর দিনাজপুর – ৫৬:৮৭
মুর্শিদাবাদ – ৬৫:৯৫
মালদহ – ৬৩:৪৪
পশ্চিম মেদিনীপুর – ৭৯:১৫
পুরুলিয়া – ৫৯:৮৫
বাঁকুড়া – ৫৯:৮৩
বীরভূম – ৬৮:৮৮
ঝাড়গ্রাম – ৬৪:২৬
হুগলি – ৬৫:৪৩
হাওড়া – ৬৭:৫৮
উত্তর চব্বিশ পরগনা – ৬৭;৮৮
পশ্চিম বর্ধমান – ৬৫:৮৫
নদীয়া – ৬৮:৭২
দক্ষিণ চব্বিশ পরগণা – ৬৫:৪০
পূর্ব মেদিনীপুর – ৬৭:২৩
পূব বর্ধমান – ৬৮:৯০
কালিম্পং – ৫৬:৪৯

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen