সর্বভারতীয় জয়েন্ট JEE(Main) পরীক্ষায় বাজিমাত করলেন পূর্ব বর্ধমানের মেয়ে

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস (জেইই মেন) পরীক্ষায় যে ২৪ জন প্রার্থীর প্রাপ্ত ‘স্কোর’ ১০০-তে ঠেকেছে, তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের দু’জন পড়ুয়া রয়েছেন। ওই ২৪ জনের মধ্যে আলাদাভাবে আপাতত কোনও র্যানঙ্ক প্রকাশ করা হয়নি। অ্যাপ্লিকেশন নম্বরের ভিত্তিতে পরপর ওই ২৪ জন প্রার্থীর নাম দেওয়া হয়েছে। সর্বভারতীয় জয়েন্টের আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে অর্চিষ্মান নন্দী এবং দেবদত্তা মাঝির প্রাপ্ত পার্সেন্টাইল হল ১০০। দেবদত্তা তো মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিলেন।

April 19, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
দেবদত্তা মাঝি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস (জেইই মেন) পরীক্ষায় যে ২৪ জন প্রার্থীর প্রাপ্ত ‘স্কোর’ ১০০-তে ঠেকেছে, তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের দু’জন পড়ুয়া রয়েছেন। ওই ২৪ জনের মধ্যে আলাদাভাবে আপাতত কোনও র্যানঙ্ক প্রকাশ করা হয়নি। অ্যাপ্লিকেশন নম্বরের ভিত্তিতে পরপর ওই ২৪ জন প্রার্থীর নাম দেওয়া হয়েছে। সর্বভারতীয় জয়েন্টের আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে অর্চিষ্মান নন্দী এবং দেবদত্তা মাঝির প্রাপ্ত পার্সেন্টাইল হল ১০০। দেবদত্তা তো মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিলেন।

এবারের সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় যাঁরা ১০০ স্কোর করেছেন, তাঁদের মধ্যে সর্বাধিক সাতজন হলেন রাজস্থানের। তাছাড়া তেলাঙ্গানা, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশেরও তিনজন করে প্রার্থী সেই নজির গড়েছেন। পশ্চিমবঙ্গ, গুজরাট এবং দিল্লি থেকে দু’জন করে পড়ুয়া ১০০ পার্সেন্টাইলের গণ্ডি ছুঁয়েছেন। আর সেই তালিকায় অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের একজন করে প্রার্থী সেই তালিকায় ঠাঁই পেয়েছেন। সার্বিকভাবে ওই ২৪ জনের মধ্যে দু’জন মেয়ে আছেন। বাকি ২২ জন ছেলে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen