উচ্চমাধ্যমিকের ফলাফল: পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ

আজই মার্কশিট পাবেন না পরীক্ষার্থীরা। ১০ মে স্কুলগুলির হাতে মার্কশিট তুলে দেওয়া হবে।

May 8, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
উচ্চমাধ্যমিকের ফলাফল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঘোষিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল (WBCHSE HS 2024 Result), পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করল সংসদ। চলতি বছর মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার।

দুপুর ৩টে থেকে পরীক্ষার্থীরা ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন। আজই মার্কশিট পাবেন না পরীক্ষার্থীরা। ১০ মে স্কুলগুলির হাতে মার্কশিট তুলে দেওয়া হবে। স্কুল থেকে সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।

  • বিজ্ঞান বিভাগে পাশের ৯৭.১৯ শতাংশ।
  • বাণিজ্য বিভাগে পাশের হার ৯৬.০৮ শতাংশ।
  • কলা বিভাগে পাশের হার ৮৮.০২ শতাংশ।
  • মেয়েদের মধ্যে প্রথম স্নেহা ঘোষ ও প্রতীচী রায় তালুকদার। তাঁরা দু’জনেই চতুর্থ হয়েছেন।
  • অভীক দাস প্রথম, প্রাপ্ত নম্বর ৪৯৬
  • সৌম্যদীপ সাহা দ্বিতীয় হয়েছেন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র তিনি, প্রাপ্ত নম্বর- ৪৯৫।
  • অভিষেক গুপ্ত তৃতীয় হয়েছেন। মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া। প্রাপ্ত নম্বর ৪৯৪।
  • মেয়েদের মধ্যে প্রথম স্নেহা ঘোষ ও প্রতীচী রায় তালুকদার। তাঁরা দু’জনেই চতুর্থ হয়েছেন।
  • মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন ৫৮ জন।
  • হুগলি থেকে ১৩ জন মেধা তালিকায় প্রথম দশের মধ্যে রয়েছেন।
  • এবারের পাশের হার ৯০ শতাংশ। (৮৯.৯৯%) পাশের হারে প্রথম তিন জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ৫৬%, পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ৪৪%।

পাশের হারে এগিয়ে মেয়েরা। প্রথম দশে ৫৮ জন রয়েছেন। তার মধ্যে হুগলি থেকে সব থেকে বেশি রয়েছেন, ১৩ জন। এরপর বাঁকুড়ার ১০ জন মেধাতালিকায় জায়গা পেয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen