শেষ রক্তবিন্দু দিয়ে হলেও গণতন্ত্র ফেরাব, ত্রিপুরায় পৌঁছেই তোপ অভিষেকের

বিমানবন্দর থেকে সটান খোয়াই থানায় যাচ্ছেন তিনি।

August 8, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ত্রিপুরা পৌঁছেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা সরকারের তীব্র সমালোচনা করেন তিনি।

ভোররাত থেকে জেলে রয়েছেন কর্মীরা। তাঁদের পাশে থাকতে সকালেই ত্রিপুরা পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দর থেকে সটান খোয়াই থানায় যাচ্ছেন তিনি। তার আগে বিপ্লব দেব সরকারকে এক হাত নিলেন। অভিষেকের অভিযোগ, বিপ্লব চান বিরোধীরা তাঁর কাছ থেকে ভিসা নিয়ে তবেই ত্রিপুরায় ঢুকুন। রাজ্যের বিজেপি সরকার ত্রিপুরাকে নিজেদের পৈতৃক সম্পত্তিতে পরিণত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিন তিনি বলেন, ‘ত্রিপুরায় গণতন্ত্র নেই। যাঁরা এঁদের চ্যালেঞ্জ করছে তাদের জেলে ঢোকানো হচ্ছে। গণতন্ত্রের কী অবস্থা দেশের মানুষ দেখছে। ত্রিপুরায় পা দিলেই জেলে ভরা হচ্ছে। কিন্তু এসব করে লাভ নেই।’ তিনি আরও বলেন, ‘শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ত্রিপুরায় গণতন্ত্র ফেরাব।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen