বাংলায় কতটা চড়বে পারদ, কী বলছে আবহাওয়া দপ্তর?

দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

April 4, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাজ্য সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি। তারা আরও জানিয়েছে আজ কলকাতায় কোনও বৃষ্টি হবে না।

দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের বাকি জেলায় পরিষ্কার আকাশ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও দার্জিলিংয়ে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আগামী ৫ দিন ৫-৬ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। মকর সংক্রান্তি ও দোলের পর আবারও উষ্ণ পয়লা বৈশাখের ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভালই গরম পড়ার পূর্বাভাস হাওয়া অফিসের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen