Weather Update: ভ্যাপসা গরম নিরসনে কবে হবে স্বস্তির বৃষ্টি? রইল UPDATE 

পারদ চড়তে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি।  বিকেলের দিকে কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা।  

March 18, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজও দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় বজায় থাকবে হিটওয়েভ। পারদ চড়তে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি।  বিকেলের দিকে কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা।  

মঙ্গলবার রাতের দিকে কলকাতা-সহ বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়াতে হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঝড়গ্রাম ও দুই মেদিনীপুরে ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। এই সংশ্লিষ্ট জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ৩০-৫০ কিলোমিটার দমকা ঝড় বাতাস বইতে পারে। 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের পার্বত্য জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে সকালে কিছুটা মনোরম আবহাওয়া থাকবে। বেলা বাড়ার সাথে সাথে প্রখর সূর্যের তাপে দাবদাহের মতো পরিস্থিতি তৈরি হবে।  

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen