Weather Update: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ! দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের কোন কোন জেলায়?
July 1, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আগামীকাল পর্যন্ত রাজ্যের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ও আগামীকাল উপকূলের জেলায় বাড়িতে যে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের সমুদ্র যাতে নিষেধ করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল থেকে উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টি হবে। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের ৫ জেলা- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
পুরুলিয়ায় টানা বৃষ্টির ফলে ফুঁসছে পরপর নদী। জলস্তর বা আশঙ্কায় নদী পাড়ের বাসিন্দারা। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।