Weather Update: রাজ্যের প্রত্যেক জেলায় তীব্র ঠান্ডার সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে হাড়হিম করা শীত অনুভূত হচ্ছে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কনকনে ঠান্ডা থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় রয়েছে তুষারপাতের পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আগামী দু’দিন ঘন কুয়াশা থাকবে বলে জানাল হাওয়া অফিস। ওই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দু’দিন দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের পাশাপাশি ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে প্রত্যেক জেলায়। দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতে সব থেকে বেশি কনকনে ঠান্ডা অনুভূত হবে। এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকবে। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে আরও দুই দিন শৈত্য প্রবাহ, ঘন কুয়াশা ও শীতল দিনের পরিস্থিতি বজায় দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।