Weather Update: শীতের ঝোড়ো ব্যাটিং, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:২০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি থাকবে। আগামী কয়েক দিন দক্ষিণ ও উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত এবং উত্তুরে হাওয়ার দাপট বজায় থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকার সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার সতর্কতা থাকবে। পূর্ব বর্ধমান ও বীরভূমে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
উত্তরবঙ্গের সব জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। শৈত্যপ্রবাহের সতর্কবার্তা থাকছে আলিপুরদুয়ার, দার্জিলিঙ, কালিম্পং, কোচবিহার, দুই দিনাজপুরে।