Weather Update: পঞ্চমীতেও বৃষ্টি? জেনে নিন আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
September 27, 2025
|
< 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে আজকে গভীর নিম্নচাপে পরিণত হবে ৷ এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।