Weather Update: আপাতত স্বস্তি দক্ষিণে, পাহাড়ে বৃষ্টির আশঙ্কা! কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর
শুক্রবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আনুমানিক ৩৩ ডিগ্রি সেলসিয়াস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮:৪২: রাজ্যে বৃষ্টির দাপট আপাতত কিছুটা কমেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা থেকেই যাচ্ছে।
আবহবিদরা জানিয়েছেন, বর্তমানে নিম্নচাপ অবস্থান করছে বিকানের ও দাতিয়া থেকে দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ অঞ্চলের উপর। মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে পুরুলিয়া ও দিঘার ওপর দিয়ে। এই কারণেই রাজ্যের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আজ, শুক্রবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আনুমানিক ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রির কাছাকাছি।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে অন্য জেলাগুলিতে বিশেষ কোনও সতর্কতা জারি হয়নি।
শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে পরিস্থিতি বেশ উদ্বেগজনক। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবার বুধবার ফের ভারী বৃষ্টি হতে পারে কালিম্পঙে।
গতকাল, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৭৬ শতাংশ।