বিজেপির হিন্দু ভোটে থাবা বসাবে ‘জন সংহতি’‌? জোর জল্পনা

বাংলার ভোটে যেমন আরও একটি দল নাম লেখাল, তেমনই রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রেও বেশ কিছু দিক আলোচনায় উঠে আসছে।

February 17, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

২০১৭ সালে তপন ঘোষের (Tapan Ghosh) হাত ধরে হিন্দু সংহতি মঞ্চ খবরে এসেছিল। কট্টর দক্ষিণপন্থী এই সংগঠন এককালে ছিল এনজিও। বর্তমানে একুশের ভোটে তারাই ‘জন সংহতি’ (Jana Samhati)‌ নাম নিয়ে রাজনৈতিক দল হিসাবে ভোট যুদ্ধে নামছে। ফলে বাংলার ভোটে যেমন আরও একটি দল নাম লেখাল, তেমনই রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রেও বেশ কিছু দিক আলোচনায় উঠে আসছে।

গত ১৪ ফেব্রুয়ারি হিন্দু সংহতি নিজেদের প্রতিষ্ঠা দিবস পালন করে। আর সেদিনই তারা রাজ্যের নির্বাচনে (West Bengal assembly election 2021) প্রতিদ্বন্দ্বিতার কথাও ঘোষণা করে। ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি এই হিন্দু সংগঠন তপন ঘোষের হাতে তৈরী। তপন ঘোষ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রাক্তন প্রচারক ছিলেন। আর গত বছর তিনি করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হন। এর আগে এই হিন্দু সংহতি মঞ্চ বহু ক্ষেত্রে বিজেপি বিরোধীতার জন্য খবরের শিরোনাম কাড়ে।

জানা যাচ্ছে, মূলত বাংলায়, ২৯৪ আসনের লড়াইয়ে ১৭০ টি আসনে লড়তে চাইছে এই হিন্দু সংহতি মঞ্চ। উত্তরবঙ্গের ৪০ টি আসন ও দক্ষিন বঙ্গে ১৩০ টি আসনকে তাঁরা টার্গেট করে রেখেছে।

সেই জায়গা থেকে একুশের ভোটে এই পার্টি বিজেপির (BJP) হিন্দু ভোটে থাবা বসিয়ে দিতে পারে বলে জল্পনা রয়েছে। আর তা যদি সত্যি হয়, তাহলে বঙ্গবিজেপির পক্ষে তা উদ্বেগের কারণ হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen