‘একুশের ভোটে হবে গুলির খেলা’ – বিজেপি নেতা কালোসোনার মন্তব্যে বিতর্ক

তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অভিজিৎ রানা সিংহ জানান, “বিজেপির ভাষা বাহুবলীদের। তাঁদের সংস্কৃতি গুলি-গোলা- বন্দুকের। জনগণই শেষ বিচার করবেন।

February 3, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

‘জেলাজুড়ে গুলির খেলা হবে’, এমনটা মন্তব্য করে এবার বিতর্কে জড়ালেন বিজেপি নেতা কালোসোনা মণ্ডল। গত কয়েকদিন ধরেই ‘খেলা হবে’ বলে বিরোধীদের সতর্ক করে বক্তৃতা দিচ্ছিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। মঙ্গলবার অনুব্রতর পাশাপাশি জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েককে আক্রমণ করে কালোসোনা বলেন, “আমি বলছি গুলি চলবে। সেই খেলাতে দেশহিতৈষীর সঙ্গে গুলিতে দেশদ্রোহীরও মৃত্যু হবে।”

নির্বাচনের আগে ইতিমধ্যেই ‘খেলা হবে’ স্লোগান দিয়ে নির্বাচনী সভা জমিয়ে দিয়েছেন বীরভূমের তৃণমূল (Trinamool) সভাপতি অনুব্রত। এবার পাল্টা হুঁশিয়ারি দিয়ে শিরোনামে বিজেপি নেতা কালোসোনা মণ্ডল (Kalosona Mandal)। দলবিরোধী কাজের অভিযোগে সাত মাস আগে কালোসোনা মণ্ডলকে বহিষ্কার করে দল। গত রবিবার বিজেপিতে ফেরেন তিনি। দলের প্রাক্তন সাধারণ সম্পাদককে দেওয়া হয় জেলা কমিটির আমন্ত্রিত পদের সন্মান। মঙ্গলবারই প্রথম প্রকাশ্য পথ সভায় যোগ দেন কালোসোনা।

এদিন প্রতিবাদ সভা থেকে হুমকির সুরে কালোসোনা মণ্ডল বলেন, “অনুব্রত মণ্ডলের সভায় তাঁর খেলার হাতিয়ার ছিল প্রাইমারির চেয়ারম্যান। অনুব্রতবাবুর সঙ্গে তিনিও বলছেন খেলা হবে। আরে খেলা তো জরুর হবে। লড়াই তো হবেই। গুলিও চলবে। দেশহিতৈষীর সঙ্গে খেলা হলে দেশদ্রোহীর ওপর গুলি চলবে। খেলা বিজেপি, শিক্ষক সেলকে করতে হবে না। খেলা জনগণ করবে। জনগণ তাঁদের বৃন্দাবন দেখাবে।” এই আক্রমণ প্রসঙ্গে দলকে জানিয়েছেন বলে জানান প্রলয় নায়েক। “চেয়ারম্যানের প্রশাসনিক পদ। তাঁর বাইরেও আমার ব্যক্তিগত সত্ত্বা আছে। সেখানে আমি তৃণমূলের সমর্থক।” বলেন তিনি। তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অভিজিৎ রানা সিংহ জানান, “বিজেপির ভাষা বাহুবলীদের। তাঁদের সংস্কৃতি গুলি-গোলা- বন্দুকের। জনগণই শেষ বিচার করবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen