West Bengal Assembly Election 2026: আজ দিল্লিতে কমিশনের বৈঠক, দফা কমে এগোচ্ছে বঙ্গের ভোট?

January 5, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০৭: বছর পড়তেই চড়ছে ভোটের পারদ। ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু জোরকদমে রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে। সূত্রের খবর, SIR শেষ হয়ে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা হওয়ার পরই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer) মনোজ আগরওয়ালকে দিল্লিতে ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন বাংলার সিইও।

আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা (Final Electoral Roll) প্রকাশ করা হবে। সেই তালিকা প্রকাশের পরই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল। তাই আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত রাখতে তৎপর কমিশন। রাজ্যে বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নতুন কিছু নয়। এবারেও বাহিনী থাকবে। সূত্রের খবর, কোন এলাকায়, কত সংখ্যায় বাহিনী থাকবে এবং কীভাবে বাহিনী ব্যবহার করা হবে, তা নিয়ে সোমবার দিল্লির বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

সূত্রের খবর, বাংলা নতুন বছরের আগেই ভোটপ্রক্রিয়া শেষ করতে চায় দিল্লি। নির্বাচন কমিশন প্রয়োজনীয় নির্দেশও দিয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার দু’-তিনদিনের মধ্যেই ভোট বিজ্ঞপ্তি ঘোষণা করে দিতে পারে জাতীয় নির্বাচন কমিশন। সম্প্রতি কলকাতায় এমন ইঙ্গিত দিয়ে গিয়েছেন অমিত শাহ, বাংলা নতুন বছরে বাংলায় নতুন সরকার উপহার দিতে চায় দিল্লি। তাতেই জল্পনা বেড়েছে।

অন্যদিকে, শোনা যাচ্ছে ভোটের দফাও কমতে পারে। কেরল, তামিলনাডু, মধ্যপ্রদেশ বা গুজরাতের মতো রাজ্যে সম্ভব হলে বাংলায় নয় কেন। ছয় বা সাত দফায় না, বাংলাতেও এক থেকে তিন দফায় ভোট করাতে চায় নির্বাচন কমিশন। তা নির্ভর করছে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে তার উপর। খুব বেশি হলে চার দফায় ভোট হতে পারে বাংলায়।

করোনাকালে রাজ্যে সাত দফায় ভোট করায় কমিশন। সেই সময় ব্যাপক সমালোচনা মুখেও পড়তে হয় কমিশনকে। তাই দফা কমাতে মরিয়া কমিশন। শোনা যাচ্ছে, মার্চের প্রথম সপ্তাহের শেষে বা দ্বিতীয় সপ্তাহের প্রথমে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু করতে চাইছে কমিশন।

আজকের বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন, স্বরাষ্ট্রমন্ত্রক, কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ কর্তা ও রাজ্যের নির্বাচনী আধিকারিক উপস্থিত থাকবেন। ভোট প্রক্রিয়া চলাকালীন কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে তার হিসাব করতে বসছেন শীর্ষকর্তারা। তবে রাজনৈতিক কারবারিদের মত, এর পিছনে বিজেপির কিছু কৌশল রয়েছে। নজর থাকবে আজকের বৈঠকে কী হয়, সেদিকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen