ব্ল্যাকস্টোন গ্রুপের সাউথ সিটি কিনে নেওয়া রাজ্যের বাণিজ্যিক সাফল্যের আরেকটি মাইলফলক
সর্বভারতীয় স্তরে দেখলেও বাণিজ্যিক দিক থেকে সাউথ সিটি খুবই সফল, যে কারণে ব্ল্যাকস্টোন গ্রুপের মতো সংস্থাকে আকর্ষণ করে।
লিখেছেন অনুষ্টুপ হালদার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০৪: সম্প্রতি কলকাতা তথা পূর্ব ভারতের বৃহত্তম শপিং মল, সাউথ সিটি মল ৩,২৫০ কোটি টাকায় কিনে নিয়েছে খ্যাতনামা মার্কিন অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা ব্ল্যাকস্টোন গ্রুপ। এটি পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালের সবথেকে বড় অর্থের বাণিজ্যিক চুক্তি।
দশ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে অবস্থিত সাউথ সিটি মলে (South City Mall) রোজ ৫৫ থেকে ৬০ হাজার লোক যাওয়া আসা করেন, যা সপ্তাহান্তে এবং উৎসবের মরশুমে বেড়ে দাঁড়ায় ৭৫ হাজার থেকে ২ লক্ষ। মলের দোকানগুলো সব মিলিয়ে বছরে গড়ে ১,৮০০ কোটি টাকার ব্যবসা করে এবং দোকান ভাড়া, পার্কিং ইত্যাদি মিলিয়ে মল নিজে ১৭০ কোটি টাকা রাজস্ব হিসেবে পায়। অর্থাৎ সর্বভারতীয় স্তরে দেখলেও বাণিজ্যিক দিক থেকে সাউথ সিটি খুবই সফল, যে কারণে ব্ল্যাকস্টোন গ্রুপের মতো সংস্থাকে আকর্ষণ করে।
এই চুক্তি আবারও প্রমাণ করে দিয়েছে, বর্তমান রাজ্য সরকারের নেতৃত্বে পশ্চিমবঙ্গের বাণিজ্যিক পটভূমি দিনে দিনে উর্বরতর হয়ে উঠছে। প্রত্যেক বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (The Bengal Global Business Summit) রাজ্যে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ টানছে—শুধু দেশ থেকেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে।
২০২৫ সালের সম্মেলনে মোট ৪ লক্ষ ৪০ হাজার কোটি টাকার বেশী বিনিয়োগ এসেছে পশ্চিমবঙ্গে বিভিন্ন সংস্থার হাত ধরে। ভারত এবং আরো চল্লিশটি দেশের বাণিজ্যিক সংস্থা থেকে আনুমানিক পাঁচ হাজার প্রতিনিধি এসেছিলেন তাঁদের লগ্নীর প্রস্তাব নিয়ে। ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত, এই নয় বছরে, বিনিয়োগের মোট পরিমাণ আনুমানিক ১৯ লক্ষ ৫৪ হাজার কোটি টাকার।
‘স্কচ স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট’-ও রাজ্যের ব্যবসার অগ্রগতির ব্যাপারে একইরকম কথা বলে। ২০২৪ সালের রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গ ‘ইজ অফ ডুইং বিসনেস’, (Ease of Doing Business) অর্থাৎ ব্যবসার সুবিধের দিক থেকে সারা ভারতের মধ্যে এক নম্বর স্থানে। নগর উন্নয়ন এবং নিরাপত্তার দিক থেকে দুই নম্বরে রাজ্য।
এইসব তথ্য জানিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গ সার্বিকভাবে ব্যবসা এবং উন্নয়নের শিখরে পৌঁছনের হাইওয়ে ধরে নিয়েছে। ব্ল্যাকস্টোন (Blackstone) গ্রুপের সাউথ সিটি মল কিনে নেওয়া এই হাইওয়ের আরেকটি মাইলফলক মাত্র।