উল্লেখযোগ্যভাবে কমল দৈনিক করোনা সংক্রমণ, স্বস্তি বাংলায়
এদিন কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। কলকাতায় ৬২২ জন ও উত্তর ২৪ পরগনায় ৬১৩ জন নতুন করোনা রোগীর খোঁজ মিলেছে।

বৃহস্পতিবার এক ধাক্কায় পশ্চিমবঙ্গে অনেকটা নামল করোনায় (Coronavirus) দৈনিক সংক্রমণের সংখ্যা। এদিন রাজ্যে ২,৮০১ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫,১৩,৭৫২।
এদিন দৈনিক সুস্থতা ২,৯৫১। যার ফলে মোট সুস্থতা বেড়ে হয়েছে ৪,৮১,৩৮৫। বৃহস্পতিবার রাজ্যে মৃত্যু হয়েছে ৪৯ জনের। ফলে মোট মৃত্যু বেড়ে হয়েছে ৮,৯১৬। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.৭০ শতাংশ।
এদিন কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। কলকাতায় ৬২২ জন ও উত্তর ২৪ পরগনায় ৬১৩ জন নতুন করোনা রোগীর খোঁজ মিলেছে। কলকাতায় মৃত্যু হয়েছে ১৯ জনের। উত্তর ২৪ পরগনায় ১৩ জনের। কলকাতায় (Kolkata) অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ১৫৩। উত্তর ২৪ পরগনায় ১৪৬। ফলে রাজ্যে বৃহস্পতিবার মোট অ্যাকটিভ কেসের সংখ্যা ছিল ২৩,৪৫১।