গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৫, পজিটিভিটি রেট ০.১০ শতাংশ
পজিটিভিটি রেট ০.১০ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ২ হাজার ৯৯৭ ডোজ দেওয়া হয়েছে।
December 30, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ১৮ হাজার ৬১৭। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০২ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুশুন্য বাংলা।
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩২ জনের। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৯৭ হাজার ২৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.৯৮ শতাংশ।
একদিনে ৫ হাজার ১০৫ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.১০ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ২ হাজার ৯৯৭ ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ১ কোটি ৫৩ লক্ষ ৭৪ হাজার ৩৭২ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।