রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর! বাড়ল একাধিক ভাতা-সহ পেনশন

পেনশনভোগীদের অ্যাড হক ভাতার পরিমাণও বাড়ানো হল।

March 27, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: টুইটার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর! একাধিক ভাতা-সহ পেনশন বাড়ল রাজ্য সরকারি সর্মচারীদের। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের শেষে জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুইয়াঁ জানান, নতুন অর্থবর্ষে রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব বোনাস বাড়তে চলেছে।


জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী অর্থবর্ষ থেকে অ্যাড হক বোনাস বাবদ রাজ্য সরকারি কর্মচারীরা সর্বোচ্চ ৫৩ হাজার টাকা পাবেন। উৎসব ভাতা ১৪ হাজার থেকে বেড়ে হল সর্বোচ্চ ১৬ হাজার টাকা। এক্সগ্রাসিয়া স্বরূপ রাজ্য সরকারি কর্মীরা সর্বোচ্চ পাবেন ২ হাজার ৯০০ টাকা। এতদিন তাঁরা পেতেন ২ হাজার ৭০০ টাকা। অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের পেনশন সর্বাধিক ৩২ হাজার থেকে বেড়ে দাঁড়াল ৩৩ হাজার টাকা।

২০২২ সালে সরকারি কর্মচারীরা উৎসব বোনাস বাবদ ৪৮০০ টাকা করে পেতেন। চলতি বছরে তাঁরা এই খাতে ৫৩০০ টাকা করে পাবেন। আগে যে সকল কর্মচারী ৩৭ হাজার টাকা বা তার কম বেতন পেতেন, তাঁরাই এই বোনাস পাওয়ার অধিকারী হতেন। বেতনের এই ঊর্ধ্বসীমা এ বার ২ হাজার টাকা বাড়িয়ে ৩৯ হাজার টাকা করা হল।

৩৯ হাজার থেকে ৪৯ হাজার টাকার মধ্যে যাঁরা বেতন পান, তাঁদের উৎসব অগ্রিম বাবদ প্রাপ্য অর্থের পরিমাণও বাড়ানো হল। আগে এই খাতে ১৪ হাজার টাকা পাওয়া যেত। পরিবর্তিত সিদ্ধান্তে ১৬ হাজার টাকা করে পাওয়া যাবে।

পেনশনভোগীদের অ্যাড হক ভাতার পরিমাণও বাড়ানো হল। আগে এই বাবদ ২৭০০ টাকা পাওয়া যেত। এ বার থেকে ২৯০০ টাকা পাওয়া যাবে। ৩৩ হাজার টাকা বা তার বেশি বেতন পেতেন, এমন সরকারি কর্মচারীরা এই ভাতা পেতেন। এ বার সেই ঊর্ধ্বসীমা কমিয়ে ৩২ হাজার করা হল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen