ওমানে প্রতারিত বাংলার এগারো পরিযায়ী শ্রমিক, সাহায্যে তৎপর রাজ্য সরকার

October 18, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১৫: শুধু ভিনরাজ্যে নয়, বিদেশেও বিপদে সম্মুখীন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এবারে দেশের গন্ডির বাইরে ওমানে মুর্শিদাবাদের ১১ জন শ্রমিক স্থায়ী আশ্রয় পাচ্ছিলেন না। অসাধু চক্রের পাল্লায় সে দেশে যাযাবরের মতো ঘুরে বেড়াতে হচ্ছিল তাদের বলে অভিযোগ। এই খবর পাওয়া মাত্রই সাহায্যের হাত বাড়িয়ে দিতে তৎপর রাজ্য সরকার। জানা গিয়েছে, এই মুহূর্তে পরিযায়ী শ্রমিকরা ওমানের ভারতীয় দূতাবাসের নিরাপদ আশ্রয় নিয়েছে। ওই শ্রমিকদের যাতে তাড়াতাড়ি দেশে ফিরিয়ে আনা যায় তার জন্য ভারতের বিদেশ মন্ত্রকের কাছে আবেদন করেছে নবান্ন।

এনিয়ে সমাজ মাধ্যেম তৃণমূল কংগ্রেস লিখেছে, ‘কর্মসূত্রে ওমানে যাওয়া মুর্শিদাবাদের ১১ জন পরিযায়ী শ্রমিক একটি অসাধু নিয়োগ সংস্থার দ্বারা প্রতারণার শিকার হয়ে ওখানেই আটক হয়ে পড়েছিলেন। সহায়-সম্বলহীন অবস্থায় তাঁরা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন।

তাঁদের দুর্দশার খবর পেয়ে আমাদের জনদরদি মা-মাটি-মানুষের সরকার তৎক্ষণাৎ হস্তক্ষেপ করে, তাঁদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করেছে। রাজ্য সরকারের সক্রিয় প্রচেষ্টার ফলে মানুষগুলো এখন ওমানে ভারতীয় দূতাবাসের হেফাজতে আছেন, যেখানে তাঁদের খাবার ও থাকার সুব্যবস্থা করা হয়েছে।

জীবিকার সন্ধানে বাড়ি ছেড়ে আসা এই মানুষগুলো এখন তাঁদের পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য সাহায্য চেয়েছেন। আমরা আশা করি বিদেশমন্ত্রক এই বিষয়ে দ্রুত এবং মানবিক পদক্ষেপ করবে, যাতে তাঁরা নিরাপদে দেশে ফিরে আসতে পারেন।’

এর আগেও বিদেশে বিপদে পড়তে হয়েছিল বাংলার পরিযায়ীদের। সেই সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম তাঁদের উদ্ধারে সাহায্য করেছিল। শুধু বিদেশে নয়, ভিন রাজ্যেও বাংলার পরিযায়ী শ্রমিকরা হেনস্থার শিকার হলে রাজ্য সরকারের প্রচেষ্টাতে তারা ঘরে ফিরতে পেরেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen