টিটাগড়ের ঘটনায় তদন্ত চলছে জানালেন রাজ্য পুলিশ

মৃত ব্যক্তির নামে একাধিক খুন ও খুনের চেষ্টার অভিযোগ ছিল। কোনও তদন্ত হওয়ার আগেই কোনও সিদ্ধান্তে উপনীত হবেন না। সোশ্যাল মিডিয়ায় দায়িত্বজ্ঞ্যানহীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।

October 5, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

গতকাল সন্ধ্যায় টিটাগড় থানার সামনে বাইকে চড়ে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী দলীয় কার্যালয়ে ঢুকে মণীশ শুক্লাকে লক্ষ্য করে পরপর ৭ রাউন্ড গুলি চালায়। তাতেই কার্যত ঝাঁজরা হয়ে যান অর্জুন সিং ঘনিষ্ঠ তরুণ নেতা। তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। ঘটনার পরই শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি। আবার অন্যদিকে এই ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ বলে তৃণমূল।

আজ সকালে রাজ্য পুলিশ এই বিষয়ে ট্যুইট করেন। তারা লেখেন, গতকাল টিটাগড়ে এক ব্যক্তির গুলিতে মৃত্যু হয়। এই বিষয়ে তদন্ত করা হচ্ছে। ব্যক্তিগত শত্রুতার দিকটিও উড়িয়ে দেওয়া হচ্ছে না। কারণ, মৃত ব্যক্তির নামে একাধিক খুন ও খুনের চেষ্টার অভিযোগ ছিল। কোনও তদন্ত হওয়ার আগেই কোনও সিদ্ধান্তে উপনীত হবেন না। সোশ্যাল মিডিয়ায় দায়িত্বজ্ঞ্যানহীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen