তীব্র দাবদাহের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
June 4, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে হাঁসফাস করছে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে লু বইতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আগামী চার-পাঁচ দিন একই রকম তাপপ্রবাহ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে হালকা বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ব্যাটিং করবে পারদ।